Testo O Sathi Re Sunnya Mone - Babul Supriyo
Testo della canzone O Sathi Re Sunnya Mone (Babul Supriyo), tratta dall'album Sajani (Original Motion Picture Soundtrack)
ও সাথী রে, শূন্য মনে
কি যে ব্যথা, শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি, বাঁচার মানে
ও সাথী রে
স্বপ্নের রং মুছে যায় যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
স্বপ্নের রং মুছে যায় যে কান্নায়
হৃদয়ের হাহাকার এ আমার গান নয়
কেন তুমি আছো, আজও দূরে সরে?
চিরদিনই থাকবে এই মন জুড়ে
ভুলবো না আমি জীবনে
ও সাথী রে, শূন্য মনে
কি যে ব্যথা, শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি, বাঁচার মানে
ও সাথী রে
ঘুম-ঘুম রাত্রি, চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো, দু'চোখের সামনেই
ঘুম-ঘুম রাত্রি, চোখে তবু ঘুম নেই
মনে হয় তুমি আছো, দু'চোখের সামনেই
প্রেম তবু বলে, "কবে হবে দেখা?"
জীবনের পথে লাগে বড়ই একা
দেখা হবে কবে কে জানে
ও সাথী রে, শূন্য মনে
কি যে ব্যথা, শুধু এই মনই জানে
এ জীবনে তুমি ছাড়া
পাই না খুঁজে আমি, বাঁচার মানে
Credits
Writer(s): Ashok Bhadra
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.