Testo Arale Harale - Sanjoy feat. Xefer & Muza
Testo della canzone Arale Harale (Sanjoy feat. Xefer & Muza), tratta dall'album Arale Harale - Single
মানা করলে শুনে না সে বারণ
মন মানে না রে
কাছে টানলে দূরে সে যায় সরে
বলবো কি তারে?
দিশেহারা এই মনে
সব চলছে আরামে
তবু নাই কি যেন
খুঁজছি কিছু ভাল্লাগে না রে
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই
যদি তুমি তো আমাকে চাও
মনের কথা এসে বলে দাও
Maybe চাই আমিও একটু একটু
নিজের থেকে কিছু বলার নাই
যদি না আসো জীবনে
স্বপ্নে কেন আসো রে?
এতো কিছু বোঝ যে
মন কেন বোঝ না রে?
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই
You walk it like you talk it
Baby এটা আমি চাই
You just walk it like there's nothing
সবই যেন আমার দায়
So flirt with me just a bit
অল্পতে কি সব শেষ
Tell me that this ain't it
Stop playing so hard to get
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কিছু বলতে চাই, বলবো না, দ্বিধা লাগে তাই
কেন আড়ালে হারালে যখন আমি চাই
কাছে পেতে চাই তোমাকে, তোমাকে না চাই
Credits
Writer(s): Muzahid Abdullah, Xefer Rahman
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.