Testo Mon - Jeet Gannguli
Testo della canzone Mon (Jeet Gannguli), tratta dall'album Bengali Holi Special
আমি জানি না কেন আমাকে
ভিড়েতেও একা করে দিস
আমি জানি না কেন আমাকে
এতটা নিজেরই করেছিস
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে আজ তোর সাথে বারবার
থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
তারাগুলো জ্বলেছে আবার
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার
আমার এই ঘরে তোকে রেখেছি লুকিয়ে
চাইনা সবই তোকে দিয়েছি বুঝিয়ে
কতটা দূরে যাবি পালিয়ে পালিয়ে
তোকে না পেলে আমি যাবো হারিয়ে
থাকি একপাশে আমি আর একপাশে তুই
আমি তার থেকে আর বেশি চাই না কিছুই
তারাগুলো জ্বলেছে আবার
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার
মন রয়েছে, রয়েছে দেখ তোর হাতে
মন চলেছে, চলেছে খালি তোর সাথে
মন থাকে না, থাকে না আর ঘরেতে
যেই পড়েছে, পড়েছে তোর ঝড়েতে বারবার
Credits
Writer(s): Jeet Ganguly, Prasen
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.
Altre canzoni dell'album
Boroloker Bitilo (From "Raja Rani Raji")
Lagelu (From "Dupur Thakurpo")
Le Paglu Dance (From "Bolona Tumi Amar")
Jio Pagla (From "Jio Pagla")
Shona (From "Haripada Bandwala")
Hawai Hawai (From "Jio Pagla")
Khoka Babu (From "Shedin Dekha Hoyechilo")
Dhitang Dhitang (From "Love Express")
Pyarelal (From "Dui Prithibi")