Testo Eka Ekla Mon Female Versiobn - Jeet Gannguli
Testo della canzone Eka Ekla Mon Female Versiobn (Jeet Gannguli), tratta dall'album Chirodini Tumi Je Amar 2 (Original Motion Picture Soundtrack) [Original] - EP
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
ভাবনা তোমারই ঘিরেছে আমায়
কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙেচুরে আমি বসে আছি দেখো
তুমি আসবে বলে
হো ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তোমায়
তুমি হেঁটে গেলে
ভেঙেচুরে আমি বসে আছি দেখো
তুমি আসবে বলে
মুখের আদলে কত কি যে বলে
হারালে এখন
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কী যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
হো কিছু আশা বাকি, ভালোবাসা বাকি
আরও কত কী যে
ফিরে এসো কাছে, কথা জমে আছে
হাজার বৃষ্টি ভিজে
আশেপাশে চলো, তবুও না বলো
হলো কী এমন?
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
চিনেছে মন কেমন
চিনেছে মন কেমন
কিনেছে মন কেমন
ভাবনা তোমারই ঘিরেছে আমায়
কেন অকারণ
আনমনা মন কেমন
মনমরা মন কেমন
একা একেলা মন
Credits
Writer(s): Jeet Gannguli, Shrijato
Lyrics powered by www.musixmatch.com
Link
Disclaimer:
i testi sono forniti da Musixmatch.
Per richieste di variazioni o rimozioni è possibile contattare
direttamente Musixmatch nel caso tu sia
un artista o
un publisher.