Testo Chirodini Tumi Je Aamar [From "Amar Sangi"] - Kishore Kumar
Testo della canzone Chirodini Tumi Je Aamar [From "Amar Sangi"] (Kishore Kumar), tratta dall'album Best of Bangla Music By Bappi Da
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী
এত কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
এত কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু'জনার এই দু'টি মন
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু'জনার এই দু'টি মন
হৃদয়ের সব কবিতায়
ঝরে পড়ে ছন্দ তারই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী
    
Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com
          Link
    
  Disclaimer:
  i testi sono forniti da Musixmatch.
  Per richieste di variazioni o rimozioni è possibile contattare
  direttamente Musixmatch nel caso tu sia
  un artista o
  un publisher.
Altre canzoni dell'album
                            Bolchi Tomar Kane Kane (From "Amar Tumi")
                            Ake Ake Du (From "Balidaan")
                            Bakum Bakum Bak Bakum (From "Dalaal")
                            Sab Lal Pathor (From "Mandira")
                            Tomaake Laagchhe Bhaari Chena (From "Amar Tumi")
                            Aamar Eche Korche Bhalo (From "Amar Sangi")
                            Ori Ori Baba (From "Balidaan")
                            Amar Boyesh Ekhon Sholo (From "Phool Aur Pathor")
                            Chhauva Chhuvi Dyakho Hoye Gyalo (From "Om Shanti")